বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে তা অবরোধ করেছেন কৃষকরা। এ সময় মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ঢাকা-রাজশাহী গামী যাত্রী।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কৃষকরা।
এর আগে ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও’ এ স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
এ বিষয়ে কৃষকেরা বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। এ কারণে কৃষকের ওপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা করা না হলে, উৎপাদিত এসব পণ্য আমরা বিক্রি করে ন্যায্য দাম পাবো না। কৃষকরা ফসল উৎপাদন বন্ধ করে দেবে।
তারা অবিলম্বে ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আরও বলেন, কৃষকের ওপর যে ভ্যাট ও শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। আমরা এসব পণ্য ন্যায্য দামে বিক্রি করতে না পারলে, তা পচে নষ্ট হবে। আমরা আর্থিকভাবে লোকসানে পড়বো।