পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরি কারখানায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা ও নকল দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১.০০ টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ অভিযান চালিয়ে ফরিদপুরে গোপালনগর বাজার অবধা বাধ মেইন রোড সংলগ্ন নিজ বাড়িতে নকল দুধ তৈরির মেশিন, বিভিন্ন মেডিসিন জব্দ করা হয় এবং ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২ (দুই) লক্ষ টাকা জরিমানা করেন। নকল দুধ তৈরির মালিক মো: শফিকুল ইসলাম (৩৫) পিতা,মো: নুর মোহাম্মদ মোল্লা নকল দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ সমিতির কোডে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি ও একাধিক ঘোষের কাছে বিক্রি করেন।
জানা গেছে, নকল দুধ তৈরি করে তারা অল্প দিনের ভিতর বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। অভিযানকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো: হাফিজুর রহমান, নাজির মো: জমিরউদ্দিন, ফরিদপুর থানার পুলিশ প্রশাসন, সাবেক কাউন্সিল মো : শামসুদ্দিন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন,প্রশাসনের চোখ ফাকি দিয়ে তারা এমন অসাধু কাজ করছে। এমন অসাধু ব্যবসায়ীদের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।