টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে একজন।
২৭ জানুয়ারি (সোমবার) সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম রোমান গোপালপুর পৌরসহরের বসুবাড়ি গ্রামের শহিদুল ইসলাম ফরিদের ছেলে। তিনি তারাকান্দি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মাহবুব আলম রোমান তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৬ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কে কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়। আহত হয় এক মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একে.এম. রেজাউল করিম বলেন, মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।