মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

ই-পেপার

নওয়াপাড়ার ভৈরব নদঅবৈধ দখল : ক্রমে খালে পরিনত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১০:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

যশোরের নওয়াপাড়া শিল্পশহরের প্রাণ ভৈরব নদ দিনে দিনে খালে পরিণত হচ্ছে। হারিয়ে যাচ্ছে তার ঐতিহ্য। কমছে গভীরতা। সরেজমিনে দেখা গেছে, শিল্পশহর নওয়াপাড়ার পাশ দিয়ে বহমান ভৈরব নদটি স্বার্থন্বেষী মহলের অপতৎপরতায় খালে পরিণত হচ্ছে। জয়েন্ট ট্রেডিং ও পরশ এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমান ড্রেজার দিয়ে ভৈরব নদ থেকে বালি উত্তোলন করে ও মাটি দিয়ে ভরাট করে নদের দুইশ গজ ভেতরে ঢুকে মালামাল লোড-আনলোডের জন্যে ছয়টি জেটি নির্মাণ করেছে। ফলে নদ তার স্বাভাবিক গতি হারিয়ে নব নির্মিত জেটির অপর পাশের সাধারণ মানুষের জমি ভেঙে বিলীন করছে। নদের ওপর নবনির্মিত ভৈরব সেতু মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

 

এতে নদে বার্জ, কার্গো, ট্রলার, নৌকাসহ বিভিন্ন প্রকার বাহন চলাচলে বিঘœ ঘটছে ও দুর্ঘটনার শিকার হচ্ছে। জয়েন্ট ট্রেডিং ও পরশ এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমানের সাথে সাংবাদিকরা দেখা করতে চাইলে কর্তব্যরত ব্যবস্থাপক জানান, স্যার ব্যস্ত আছেন। দেখা করতে পারবেন না। আনিসুর রহমানের মেবাইল ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। দখলের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র স্থানীয় সচিব মো. মাসুদ বলেন, নদ দখলদার জয়েন্ট ট্রেডিং ও পরশ এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমানকে বার বার সতর্ক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com