সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
Exif_JPEG_420

দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে সোস্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জের সোস্যাল মোটিভেশন সার্ভিস নির্বাহী পরিচালক দীপংকর বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ তাহের, সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল, সোস্যাল মোটিভেশন সার্ভিস প্রকল্প ম্যানেজার মোঃ দেলওয়ার হোসেনসহ আরও অনেকেই।
এসময় বক্তারা বলেন, সোস্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস) বীরগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা, মাদকাসক্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার সহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে  উপযুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ফলে সমাজ জীবনে সকল প্রকার অসংগতি দূর হচ্ছে আপনাদের এই সামাজিক ও মানবিক কাজ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর