টাঙ্গাইলের গোপালপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ শনিবার (১৪ডিসেম্বর) গোপালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, গোপালপুর থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোখতার আশরাফ, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ বিমল, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, শিক্ষার্থী ফারিয়া জাহান মুন প্রমুখ।
এ সময় আলোচনা সভায় বক্তারা একাত্তরের ১৪ ডিসেম্বরের গণহত্যার নানান স্মৃতিচারণ করে উক্ত দিনের তাৎপর্য তুলে ধরেন।