টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্য পাড়া গ্রামের ৩০টি পরিবারের এক মাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসী পরিবারের বিরুদ্ধে। বিগত সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে রাস্তাটি বন্ধ করে দেন প্রবাসী মো. বাবুল শেখ। চলাচলের এক মাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন মধ্য পাড়া গ্রামের সাধারন জনগন। এবিষয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, এটি বহু বছরের পুরাতন একটি রাস্তা। এই রাস্তা দিয়ে এলাকার মানুষ গরু গাড়ী দিয়ে এক সময় সব ধরণের মালামাল আনা নেয়া করতো। আওয়ামীলীগ সরকারের সময় দলীয় প্রভাবশালী নেতা টাঙ্গাইলের বড় মনি ও ছোট মনিরের আত্মীয় হওয়ায় তাদের দাপট দেখিয়ে প্রবাসী বাবুল শেখ ১১ ফুট রাস্তা দখল করে নেন। বর্তমানে রাস্তা না থাকায় স্কুল কলেজে ছাত্র ছাত্রীসহ মৃত ব্যক্তির লাশ কবর স্থানে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন মানুষের। রাস্তাটি খুলে দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
মধ্য পাড়া গ্রামের রাকিব বলেন, আমাদের চলাচলে একমাত্র রাস্তাটি জোড় পূর্বক দখল করা হয়েছে। রাস্তা না থাকায় মৃত ব্যক্তির লাশ বাড়ি থেকে কবর স্থানে নিতে পারি না।
স্থানীয় ইউপি সদস্য বাবুল বলেন, ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম খান অপু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাবুল শেখের বাড়ির জায়গার সিমানা বুঝিয়ে দেয়ার পর বাকি জায়গা রাস্তার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কয়েক দিন পরে বাবুল শেখ রাস্তাটি আবার বন্ধ করে দেন। বাবুল শেখ প্রবাসে থাকায় এবিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সলিমাবাদ মধ্য পাড়া গ্রামের রাস্তার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।