যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র বেঙ্গলগেট এলাকার রেলক্রসিংয়ের পাশে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষনা করেন যশোর জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল। নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আ: আজীজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরীফ হুসাইন, যশোরে জেলা যুব জামায়াতের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মো: ইউনুস আকুঞ্জি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: তৌহিদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো: আশিকুজ্জামান, প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন, জামায়াত নেতা শেখ মো: ফজলুল করিম, মো: সাগর হুসাইন প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আকরাম হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিএম রুহিন হোসেন।