বৃত্তি পরীক্ষা পদ্ধতি হলো একজন শিক্ষার্থীর মেধা যাচাইয়ের সর্বোত্তম শিক্ষাপদ্ধতি। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যাচাইয়ে উপজেলার স্থানীয় প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে প্রতিভা শিক্ষা বৃত্তি-২০২৪।
১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০:৩০ মিনিটে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে পৌর শহরের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেছেন, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা মহীউদ্দিন আহমেদ, সম্মানিত উপদেষ্টা প্রভাষক আনোয়ার হোসেন তালুকদার, সম্মানিত উপদেষ্টা খাইরুজ্জামান ভূঁইয়া, সম্মানিত উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, সম্মানিত উপদেষ্টা কামরুল ইসলাম সেলিম, সম্মানিত উপদেষ্টা মনিরুজ্জামান তরফদার বাবু, সম্মানিত উপদেষ্টা আব্দুর রাজ্জাক,সম্মানিত উপদেষ্টা আখতার হোসেন খান, সম্মানিত উপদেষ্টা শাহ আলম সরকার, সম্মানিত উপদেষ্টা লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
শিক্ষার্থীদের মাঝে বৃত্তি আয়োজনে অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ছাত্র ছাত্রীদের জন্য এমন বৃত্তির ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের মেধা বিকাশিত হবার সুযোগ হয়। প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের এমন আয়োজনে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই করতেই এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। আমাদের এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকব ইনশাআল্লাহ। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি।
প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা মহীউদ্দিন আহমেদ বলেন, তরুণরা সারা দেশেই ভাল কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংগঠনের তরুণরা অত্যন্ত দক্ষ ও নিষ্ঠার সাথে প্রতি বছরই বৃত্তির আয়োজন করে যাচ্ছে। ভবিষ্যতেও আরো ভালো কিছু করবে এই প্রত্যাশা।
উল্লেখ্য, সুনামের সহিত প্রতিভা যুব ও ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত প্রতিভা শিক্ষা বৃত্তি-২০২৪ পরীক্ষা বিগত ২০১৯ সাল থেকে আয়োজিত হয়ে আসছে। এবার ৪র্থ বারের মত আয়োজিত হয়েছে।