রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা পেল সম্মাননা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার বড়াল সভা কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সফল জননী ক্যাটাগরিতে মোছা. আছিয়া বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী সাথী সুলতানা, শিক্ষা ও চাকুরীতে আয়েশা আক্তার, সমাজ উন্নয়নে মুর্শিদা বেগম এবং নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে আয়শা বেগমকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর