নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্বেরাচার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় উপজেলার লালোর ইউনিয়নের মঠগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।
তুষার আহমেদ এর সভাপতিত্বে এসময় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।