রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

ই-পেপার

সিংড়ায় নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ২:২২ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। শনিবার সকাল ৯টা থেকে উপজেলার হাটসিংড়া খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। নবাগত ইউএনওর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া পৌরসভার প্রধান সহকারী মো. জিল্লুর রহমান, সিআই মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ইউএনও মাজহারুল ইসলাম জানান, আমি যোগদানের পর জেনেছি এই খালটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে দখল-দূষণে জর্জড়িত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দূর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়েছি। এছাড়া পৌরসভায় যদি অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড় থাকে তাও পরিচ্ছন্ন করা হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। এরপর ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর