স্টাফ রিপোর্টার :
খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক রোকেনুজ্জামান লিটু ও ইনস্টেমেন্ট কেয়ার টেকার সাকিব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (৯ আগষ্ট) রাত পৌনে ১০ টারদিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহীদ আবু নাসের হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, হাসপাতালের হিসাবরক্ষক রোকেনুজ্জামান লিটু ও ইনস্টেমেন্ট কেয়ার টেকার সাকিব মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে খুলনার পথে আসছিল।
রাত পৌনে ১০ টায় সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর রোডে একটি ট্রাকের সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ আনতে আবু নাসের হাসপাতালের এম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে নগরীর গল্লামারী এলাকার (খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে) রোকেনুজ্জামান লিটুর বাড়িতে সহকর্মী ও স্বজনদের ভিড় বাড়ছে।