হেমন্ত নিয়ে আসে রূপ-লাবণ্যে ভরা প্রকৃতি
কৃষকের মুখে সোনালী ফসলের হাসি,
এ হাসি বয়ে আনে কি যে মহা আনন্দ
নবান্নের উৎসবে ব্যস্ত বাঙ্গালী বাংলাভাষী।
কৃষক-কৃষানীর কষ্টার্জিত ফসলের হাসি
হেমন্ত ছাড়া আর কে ফোটাতে পারে ?
হেমন্তের কাশফুল আর সকালে শিশির
জনমনে প্রকৃতির সৌন্দর্যের সূচনা করে।
সোনালী শস্যে ভরে যায় কৃষকের আঙ্গিনা
কৃষক মাতোয়ারা হয় আনন্দে উচ্ছাসে,
হেমন্তের পরশে ফসলের গন্ধ বিলিয়ে
নবান্নের পূর্ণতা পায় এ বাংলাদেশে ।
বাংলার হেমন্ত এ তো সাধারণ ঋতু নয়
কৃষানির গোলায় ভরা সোনালি ধান,
দীর্ঘ প্রতীক্ষা শেষে মাঠের ফসল ঘরে
কৃষান-কৃষানীর স্বচ্ছলতা তারই অবদান।