নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এসময় উপজেলার ৫২৪০জন কৃষককে পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, মসুর ও খেসারী বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রমুখ।
এর আগে বেলা ১১টায় জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।