মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) শহিদ তিতুমীর একাডেমির অডিটোরিয়ামে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর থানার আমির মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক হযরত মাওলানা দেলওয়ার হোসাইন। সদর থানার ভারপ্রাপ্ত সেক্রেটারী এ্যাডভোকেট সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফেজ মাও. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসাইন, জেলা ওলামা বিভাগের সভাপতি শহিদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ মাও. জাকিরুল ইসলাম খান, সদর থানা সহকারী সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
কর্মী সম্মেলনে সদর থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডেলিগেট দের মধ্যে থেকে সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী সক্ষমতা অর্জন করায় ১৬৫ জন নতুন সদস্য ঘোষণা করা হয়।