বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে লিগ্যাল এইডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; ?hw-remosaic: false; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: 8; ?cct_value: 5107; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 67.0; ?aec_lux_index: 0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?albedo: ; ?confidence: ; ?motionLevel: 0; ?weatherinfo: null; ?temperature: 38; ?

নওগাঁর রাণীনগরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভিটির প্রকল্পের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

‘গরবিবের মামলার ভার বহন করে সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিনের সঞ্চালায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর শামীমা ইয়াছমিন, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।

সভায় আইনি সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির বিশেষ করে আদিবাসি, প্রতিবন্ধি ও হিজরাদের আইনগত অধিকার আইনি সেবা প্রাপ্তিতে কিভাবে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পাওয়া যায় সেই বিষয়গুলো প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পৌঁছে দিয়ে সচেতন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খুব সহজেই ১৬৪৩০ টোল ফ্রি নম্বরে ফোন দিয়ে যে কোন মানুষ যে কোন বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন সেই বিষয়টি বেশি বেশি প্রচার করার অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর