সাভারে কালী পূজায় তৃষ্ণার্তদের মাঝে বিনামূল্যে বোতলজাত পানি বিতরণ করেছে ‘আমরাই সাভার – Amrai Savar’ নামের একটি সংগঠন। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাভার পঞ্চবটি আশ্রমে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক উন্নয়ন কর্মী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, যুক্তরাজ্য ইয়ুথ কাউন্সিল ফর পলিসি রিসার্চ এর পরিচালক, হাউস অফ ইয়ুথ ডায়ালগ এর ট্রাস্টি, হামিম ইসলাম এর পৃষ্টপোষকতায় এই আয়োজন করা হয়।
এই আয়োজন এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমরাই সাভার এর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য স্থপতি পিনাক সরকার এবং আমরাই সাভার এর অন্যতম সদস্য স্থপতি সাব্বির আহম্মেদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা হামিম ইসলাম যুক্তরাজ্য থেকে এক বার্তায় জানান, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম, বর্ন, দল মত, পেশা নির্বিশেষে “আমরাই সাভার” সাভারের প্রত্যেকটা নাগরিক এর পাশে থাকবে। সাভার হবে সম্প্রীতির শহর, সকল ধর্মালম্বি আমরা সকলে মিলে একসাথে থাকব।
এই পানি বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমরাই সাভার এর স্থায়ী সদস্য মো. রুবেল, ফজলে রাব্বি, এহসানুল কবির সাকিব এবং মঞ্জুরুল আহসান রাহিন। সেখানে পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সংগঠক সুজয় সাহা বর্ষণ, দিপ্ত সাহা, চন্দন রায়, জুয়েল ইসলাম জনি, সুস্ময় সাহা, অনুপ সাহা, অমিত সাহা, আবির ঘোষ, অরণ্য ঘোষ, রিদওয়ান উল আলম, নাহিদ ইসলাম, অন্তু কর্মকারসহ আমরাই সাভার এর আরও সদস্যবৃন্দ।
সেই সময় আমরাই সাভার এর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য স্থপতি পিনাক সরকার বলেন, সাভার এর যেকোনো জায়গায় যেকোনো সমস্যায় আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের নাগরিক সমস্যা সমাধান করতে সহায়তা করব।
এর আগে গত ২৫ অক্টোবর আমরাই সাভার এর উদ্যোগে “CLEAN SAVAR Campaign” নামে সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিচ্ছন্নতা কার্যক্রম পচালিত হয়। এতে অংশগ্রহন করেন আমরাই সাভারের ১৬৫ জন স্বেচ্ছাসেবী।