নাটোরের সিংড়ায় বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় শেরকোল ইউনিয়ন শাখার আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মুসা ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন মজনুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ড. মো. জিয়াউল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, নলডাঙ্গা উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আঃ মালেক রাব্বানী, শেরকোল ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা জামায়াতের সূরা সদস্য মো. সোলায়মান আলী প্রমুখ।