রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

ই-পেপার

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি-বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল ৪টায় উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ’র সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মো. মিজানুর রহমানের সঞ্চালনয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আবু মুসা ফেরদৌস, মাওলানা সেলিম রেজা, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মতলেব হোসেন, আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর