স্বার্থের কারনে তুমি চলে গেলি আমায় ছেড়ে।
বুঝতে চেষ্টা করো নি তুমি কখনো আমার মনের কথা।
কি এমন দোষ ছিলো আমার বল।
কেনো করিলে এতো অভিনয়।
আমার অভিমানটাকে তুমি এতো বড় করে দেখলে।
আমি নয় কষ্টে থাকো তুমি কি পারবে সুখি হতে।
আমায় বিহনে তুমি সুখে থাকতে পারবে না।
আমি তো আছি তোমায় অপেক্ষায়।
সময়ের সাথে সাথে আমিও ভুলে যাবো তোমায়।
মনে পড়িবে ক্ষনে ক্ষনে স্মৃতিগুলো।