নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ (০২) নামে এক শিশু বাড়ির পাশে মারা গেছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল দশটার সময় উপজেলার নলডাঙ্গা পৌরসভার হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে । শিশু আব্দুল্লাহ ওই গ্রামের মোঃ সোহেল রানা মরুর ছেলে। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির আশেপাশে খোঁজাখুজি করে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সকলের অগোচরে বাড়ির আঙ্গিনার পাশেই একটি পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। টের পেয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।