নাটোরের সিংড়া কেন্দ্রীয় পূজামণ্ডপ, মায়া দূর্গা মন্দিরসহ পৌরসভার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাদি ও লেফটেনেন্ট কর্নেল মুক্তাদির রহমান।
সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, সিংড়া থানার ওসি মো. আসমাউল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো: সাদি হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে মতবিনিময় এবং তাদের সার্বিক নিরাপত্তার জন্য গৃহীত ব্যবস্থা তদারকি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সিংড়া উপজেলায় এ বছর ৮১টি মণ্ডপে দূর্গাপূজা উদযাপন হবে। পূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। নিরাপত্তা নিশ্চিতে মাঠে পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ থাকবে। এছাড়া সেনাবাহিনী ও র্যাব টহলে থাকবে। আশা করছি শান্তিপূর্ণভাবেই পূজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সিংড়া উপজেলায় নাটোর জেলার সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ থাকায় সেনাবাহিনীর একটি স্পেশাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।