গুরুদাসপুরে মাধ্যমিক পর্যায়ে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, আনিসুর রহমান, ইউসুফ আলী প্রমুখ।
সভায় আগামী ৮ অক্টোবর গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে কাবাডি ও দাবা এবং উপজেলা পরিষদের দিঘীতে সাঁতার প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।