গুরুদাসপুরে পরিবেশ ও বন উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র সমাজের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ৬০০ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এর আগে ইউএনও সালমা আক্তার, এসিল্যান্ড আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ ও ছাত্রসমাজ প্রতিনিধি খালিদ হাসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ক্ষতিকারক পলিথিন বন্ধ রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপন কার্যক্রম চলমান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান ইউএনও।