পাবনার আটঘরিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়ন”বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে রর্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) সানজিদা মুস্তারি।
বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং আমরা পারি পারিবারিক প্রতিরোধ জোন ঢাকার সহযোগিতায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী রাবেয়া খাতুন আদিবাসী সমবায় সমিতির সভাপতি সুবল মন্ডল, লতা রানী, চিত্রা রানী প্রমুখ।
উক্ত র্্যালীতে উপজেলা আদিবাসী সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।