নাটোরের সিংড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার সার্বিক মান উন্নয়নে শিক্ষার্থীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিষ্ণুপুর-ইটালী মডেল হ্ইাস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুখ্য আলোচক হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন, উপজেলা মোঃ জিয়াউল হক, বিষ্ণুপুর-ইটালী মডেল হ্ইাস্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।
ডাহিয়া ও ইটালী ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।