মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় সারর্দীয় দূর্গাৎসব উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলায় সারর্দীয় দূর্গাৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান হাবিব,পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সাবেক উপজেলা জামায়াতের আমীর আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্  বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত,  অফিসার সজীব আল মারুফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, আটঘরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আক্তার মিলন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি নিরোদ কর্মকার নিরু, শ্রী নিখিল কুমার সাহা,একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চাঁদভা ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা কমিটির সভাপতি /সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল শ্রেণিপেশার মানুষ একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।
যানজট নিরসনসহ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। দুর্গোৎসবে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার গণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতে থাকবেন বলে বক্তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর