মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের সাথে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৩ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে পৌরসভার নবনিযুক্ত প্রশাসক সুবীর কুমার দাশের সাথে ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এ মতবিনিময় সভায় সাংবাদিকরা ঈশ্বরদী পৌরসভার অতিরিক্ত পৌর কর প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন। নেতৃবৃন্দ শহরের রাস্তা-ঘাটের বেহাল অবস্থার উল্লেখ করে দ্রুত মেরামতের আহ্বান জানান। পাশাপাশি, মাদক নির্মূলের জন্য পৌরসভার সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। ঈশ্বরদী পৌরসভার নবনিযুক্ত প্রশাসক সুবীর কুমার দাশ সাংবাদিকদের উত্থাপিত সমস্যা ও অভিযোগের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব আব্দুল্লাহ আল ওমর সুমার খাঁন মতবিনিময় সভায় ঈশ্বরদীর উন্নয়ন ও সমস্যার মূল্যবান মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরদী পৌরসভার প্রশাসক নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়। ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও দৈনিক উত্তর জনতা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক ববি সরদারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম রিংকু, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক ওহিদুর রহমান সোহেল, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক সুলতান মাহমুদ বাবু, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও ঈশ্বরদীর কণ্ঠস্বর ডটকম এর প্রকাশক মোঃ মুশফিকুর রহমান মিশন, ডাঃ আনোয়ারুল ইসলাম, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য আসাদুজ্জামান শিহাব, সোহানুর রহমান শুভ, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ও ঈশ্ববদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পায়েল হোসেন রিন্টু, মোফাজ্জল হোসেন, খায়রুল বাশার মিঠু, নাজমুল ইসলাম রকি,  মেরিদুল ইসলাম, রাজীব পাটোয়ারী, শাহীন আলম। এছাড়াও ঈশ্বরদী পৌরসভার সচিব মোঃ জহুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও মহিলা কাউন্সিলাররা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর