সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সোহেল এর বিরুদ্ধে ২ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।
অভিযোগে জানায়, বাঙালা ইউনিয়নে গ্রাম পুলিশ চাকরি দেয়ার কথা বলে শরিফুল ইসলাম এর কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে সোহেল চেয়ারম্যান। টাকা নিয়ে শরিফুলকে চাকরি না দিয়ে অন্য ওয়ার্ডের ৭ লাখ টাকার বিনিময়ে গ্রাম পুলিশ চাকরি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মোঃ শরিফুল ইসলাম বলেন, আমার পিতা আব্দুল মান্নান খদগীর বাঙ্গালা ইউনিয়নে গ্রাম পুলিশ এ কর্মরত ছিলেন। দুর্ভাগ্য বসত আমার পিতা প্যারালাইসড আক্রান্ত হয়ে পরে। তাই পিতার পরিবর্তনে আমি মোঃ শরিফুল ইসলাম গ্রাম পুলিশ এ দায়িত্ব পালন করতে থাকি। দায়িত্ব পালন থাকা অবস্থায় আমার পিতা মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পরেই গত ২২-০২-২০২৪ ইং তারিখে ততকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব গ্রাম পুলিশ ০২ নং ওয়ার্ড নিয়োগ বিজ্ঞাপ্তী দেন। যাহার স্মারক নং ০৫.৪৩,৮৮৯৪,০০৮,০৩,০০২,২০-২২২ মোতাবেক আমি গ্রাম পুলিশ পদে আবেদন করি। আমার সাথে আরো ৪ জন প্রার্থী গ্রাম পুলিশ পদে আবেদন করেন। চেয়ারম্যান এর সাথে গ্রাম পুলিশ নিয়োগের বিষয়ে কথা বললে চেয়ারম্যান বলে অফিস খরচ ২ লাখ টাকা লাগবে। তুমি টাকা দিতে পারলে তোমার চাকরি হবে। আমি চেয়ারম্যানের কথা মতে অনেক কষ্ট করে ২লাখ টাকা যোগাড় করি। গ্রাম পুলিশ এর পরিক্ষার কয়েক দিন আগে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে গিয়ে চেয়ারম্যানের কাছে টাকা দিয়েছি। তার কাছে টাকা দেওয়ার সময় আমার কাছের ৩ জন লোক ছিলো। গ্রাম পুলিশের পরিক্ষায় আমিসহ ৫ জন অংশ গ্রহণ করি। পরিক্ষার ফলাফলের পরে জানতে পারি ৭নং ওয়ার্ডে ৭লাখ টাকার বিনিময়ে মোঃ রাকিব রানা নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার ২ লাখ টাকা ফেরত চাই আজ দেবো কাল দেবো এভাবে তালবাহানা করছে।
এ বিষয়ে সোহেল চেয়ারম্যান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি গ্রাম পুলিশের নিয়োগের বিষয়ে কারো কাছে টাকা নেই নাই। নিয়োগের পরিক্ষায় পাশ করেছে যে সেই পায়েছে।