পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানাকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২২ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌর শহরের পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানায়, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন।