পাবনা ফরিদপুরে ঝড়ের সময় গাছ চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ৪ জন। স্থানীয় লোক জনের সহায়তায় আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ আলতাফ হোসেন ও স্থানীর জনগণ জানায়, শনিবার (২১ জুন) বিকেল ৫ টার সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। চাটমোহর বাঘাবাড়ি মহাসড়কে বেড়হাউলিয়া কাশেমপুর বটতলার কাছে শিববাড়ি নামক স্থানে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে অটো ভ্যানের গাড়ির উপরে আছড়ে পড়ে। ঘটনাস্থলে সাজেদুল করিম সাজি (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় অটোভ্যান চালক সহ থাকা আরো ৪ জন লোক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত সাজিদুল করিম (সাজি) খাগরবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ (পঞ্চাশ) বছর। সাজিদুল তার এক আত্মীয়ের জানাযা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন এবং পথিমধ্যে তার মৃত্যু হয়।