বিশ্ব নদী দিবস উপলক্ষে আন্তঃ সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার ও চাটমোহর বড়াল নদীকে মুক্ত করার দাবীতে পাবনার চাটমোহরে নদী দিবস পালন করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বড়াল রক্ষা আন্দোলনের আয়োজনে বড়াল বিদ্যা নিকেতনে বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটমোহরে নদী দিবস পালনে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। নদী দিবসে আলোচনায় অংশনেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক বেলাল হোসেন স্বপন, দর্পন (অনলাইন) টিভির সম্পাদকদ্বয় সঞ্জিত চক্রবর্তী সোনা ও রফিক ইসলাম, বড়াল রক্ষা আন্দোলনের সাজেদুল ইসলাম মাস্টার, শিল্পী মিলন রব, চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল শিহাব, কল্প কবিতা কেন্দ্রের সাইফুজ্জামান সজল সহ আরো অনেকেই।
আলোচনায় বক্তারা আন্তঃ সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার ও বড়াল নদীকে দখল ও দূষন মুক্ত করার বিষয়ে জোর দেন।