নাটোরের সিংড়ায় নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
পায়রা উড়িয়ে ও কেক কেঁটে অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের নির্বাহী পরিচালক খন্দকার উল্লাসের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: এ এস এম আলমাস, সিংড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, লালপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, মিস্টার বিন খ্যাত রাশেদ শিকদার, উদ্যোক্তা আব্দুল মন্নাফ, নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের সিংড়া ইউনিট লিডার মেহেদী হাসান প্রমুখ।