বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়িতে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক পাত্রে ডিম সিদ্ধ করার সময় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে  উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামের আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক পাত্রে ডিম সিদ্ধ করতে দিয়ে ভুলবশত সেটি চালু অবস্থায় ফেলে রেখে অন্য কাজে ব্যস্ত ছিলেন আফজালের স্ত্রী। কিছু সময় পর বৈদ্যুতিক পাত্র অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত বাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি ঘরসহ ভেতরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লাখ টাকার মতো বলে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাড়ির সদস্যরা নিরাপদে বাইরে চলে আসতে পারলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় সতর্ক না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর