ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ছাত্র-জনতার ওপর গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ওই গণসমাবেশ হয়।
“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে আয়োজিত ওই গণসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ কোরবান আলী শেখের সভাপতিত্বে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও. আবুল কালাম আজাদ, মাও. মোহাম্মদ আলী সিদ্দিকী, ক্বারী মুহাম্মদ মকবুল হোসেন, হযরত মাও. রেজাউল করিম নাটোরী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মাও.ফরিদুল ইসলাম, মুফতি আব্দুল আহাদ, মাও. আনোয়ার হোসাইন ফরিদী, মাও. ক্বারী আব্দুল কাদের, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আজহার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি জামিল মাহফুজ।