পাবনার ফরিদপুর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩ টায় ফরিদপুর থানা পুলিশের আয়োজনে থানা সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খান। বিশেষ অতিথি ছিলেন সার্কেল এসপি হাবিবুর ইসলাম, ফরিদপুর থানার সেকেন্ড অফিসার মো. শহিদুর সহ সকল পুলিশ কর্মকর্তা । সভাই নবাগত পুলিশ সুপার, মাদক,দখল দারি,গুম, সন্ত্রাস, চোরাকারবারি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
ওসি মো: হাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুন্ম সম্পাদক মোছা: সাবিহা শারমিন,মো: শামসুদ্দীন বাচ্চু,মো: রুহুল আমিন মাষ্টার, পৌর বিএনপির আহবায়ক মো: আবু তাহের, উপজেলা বিএনপি সদস্য মো: জিয়াউর রহমান (জিয়া) সদস্য সচিব মো: আমিনুল ইসলাম সহ দলীয় অংগসংগঠন। ফরিদপুর উপজেলা জামায়াতের আমির আবু তালেব,সেক্রেটারি মো: জিয়াউর রহমান, সাবেক আমির মো: সাপিনুর ইসলাম সহ দলীয় অংগসংগঠন।
এতে আরো উপস্থিত ছিলেন সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রদিপ মাষ্টার ,ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো: হাফিজুর রহমান, সেক্রেটারি মো: আবু বাছেদ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান সহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃ্ন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।