রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

ই-পেপার

প্রকৃতি – তানিয়া আক্তার 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ

হে প্রকৃতি,
তোমাকে বলা আমার না বলা অনুভূতি —
হে প্রকৃতি,
তোমার এই নিশ্চুপ,  নির্জন,  সবুজ বাতায়ন
দেখে বিমহিত নিশ্চল চঞ্চলা এ মন।
হে প্রকৃতি,
সবুজের মাঝে মিষ্টি ফুলের ঘ্রাণে
তুমি কেড়ে নাও আমার বিষন্নতা
দিয়ে যাও শান্তির সুবাতাস এ প্রাণে।
হে প্রকৃতি,
দেখে পাহাড়ি ঢলের স্রোতধারা
পুর্ণময় হৃদয়, যা ছিল বড়ই ছনঞ্চহাড়া।
হে প্রকৃতি,
তোমারই কাছে আমি ঋণি হই না কো একা
না বলা অনুভূতি আমার এ কবিতায় লেখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর