নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সকল পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে নাটোরের সিংড়ায় পতাকা মিছিল হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত সকল নার্সিং ও মিডওয়াইফারিবৃন্দ।
নার্সিং সুপারভাইজার সখিনা খাতুনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স মেরিনা পারভীন, নিশাত আকতার, মিডওয়াইফারি আলপনা খাতুন প্রমুখ।