পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয়ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় প্রবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর ) ১২ই রবিউল আওয়াল সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে দিবসটি উদযাপন করা হয়।
এসময় হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, আদর্শ ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামান, মোঃ আব্দুস সবুর খান, মোঃ জাহীদুল ইসলাম প্রমুখ।
মহানবী (সাঃ) এর জীবনের উপর কুইজ প্রতিযোগিতা করে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মাওলানা মোঃ আমিরুল ইসলাম।
দোয়া ও মিলাদ মাহফিলের শেষে মিষ্টি বিতরণ করা হয়।