নাঈম ইসলাম বাঙালি, নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া থানার অন্তর্গত, দ্বীপচরতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার “প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ” এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন ২০২০-২১ সেশন।গত ০৪/০৮/২০২০ ইংরেজি রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘঠিকার সময় হতে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আহমদ দেলোয়ার হোসেন, এতে আরো উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের সিনিয়র মাওলানা আব্দুল হামিদ আজাদ, এছাড়া আরো উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের ইংরেজি লেকচার শহিদুল ইসলাম শাহিদ সহ অএ প্রতিষ্ঠানের সকল নবীন-প্রবীণ প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন।
এবং অএ পরিষদের সদস্যদের সামনে উপস্থাপন এবং তাদের মতামতের ভিত্তিতে কারেকশন করে একটা পূর্নাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে চুড়ান্ত করা হয়। তার সাথে সাথে বাতিল বলে ঘোষণা করা হয় পূর্বের অস্থায়ী কমিটিটি। পরিশেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সম্মানিত সাবেক সেক্রেটারী মোহাম্মদ ইয়াসিন আরাফাত। নবকমিটি বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
সভাপতি,শহিদুল ইসলাম (শাহিদ): সহ-সভাপতি,সরোয়ার কামাল: সহ-সভাপতি, মোঃ মাইনুদ্দিন: সহ-সভাপতি, এরফানুল হক: সহ-সভাপতি, হাফেজ ইকবাল হোসেন: সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন:সহ- সাধারণ সম্পাদক, আলাউদ্দিন ফাহিম:সহ-সাধারণ সম্পাদক,কফিল উদ্দিন মারুফ: যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হাসান: সহ-যুগ্ম সাধারণ সম্পাদক, জোবাইর উদ্দিন: সহ-যুগ্ম সাধারণ সম্পাদ।