পাবনার আটঘরিয়ায় আলিমুদ্দিন নামক এক ব্যক্তি জম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মিয়াপাড়া গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় আলিমুদ্দিন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, দীর্ঘ দিন যাবত উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে আলিমুদ্দিনের সাথে একই গ্রামের তায়েজ উদ্দিন ওরফে তাজুর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন আলিমুদ্দিন জুম্মায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় তাজুর ছেলে সিহাব, শাকিল হোসেন, হান্নানের ছেলে মতিন,দুলাল গং লাঠশোঠা, ধারালো অস্ত্র নিয়ে আলিমুদ্দিনের এপর অতর্কিত হামলা চালায়।
এসময় তাদের হাতে থাকা লাঠি শোঠা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারপিট করতে থাকে। পরে তার আত্মা চিৎকার স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে আলিমুদ্দিনকে উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আলিমুদ্দিন জানান, জুম্মার নামাজ পড়ে আমি বাড়ি ফিরছিলাম। তারা পৃর্ব থেকে ওৎ পেতে থেকে আমাকে হত্যার উদ্দেশ্যে ময়লা আর্বজনা পানিতে চুবায় মারার চেষ্টা করে।