বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে বাঘলবাড়ি মাদ্রাসার সভাপতি রাসেলের দুর্নীতির বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদের নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা চত্ত্বরে উক্ত এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত এলাকার সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ মানববন্ধনে বক্তব্য দেন, আলহাজ্ব মোঃ গোলবার হোসেন, জাহের আলী সরদার, বর্তমান ইউপি সদস্য আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা’য় সভাপতি থাকা কালীন মোঃ রাসেল আহম্মেদ প্রায় ৭০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হাতিয়ে নিয়েছে এছাড়া নানা অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করেছে। বক্তারা আরো বলেন, এমনকি সে নিজেও অনিয়ম তান্ত্রিকভাবে ও ক্ষমতার জোরে সভাপতি হয়েছে। মানববন্ধনে এলকাবাসী এ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন।

সাবেক সভাপতি রাসেলের নিয়োগ বাণিজ্য অনিয়ম ও দূর্নীতির তথ্য গোপন রেখে বক্তব্য দেওয়ায় এলাকাবাসী উক্ত মাদ্রাসার সুপার ওসমান গনী সহ সে সময় নিয়োগ প্রাপ্ত আরো পাঁচ জন শিক্ষক ও কর্মচারীকে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়।

এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার মাওঃ মোঃ ওসমান গণী বলেন, আমি তখন এই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে চাকুরিরত ছিলাম। তখন এই মাদ্রাসায় সুপার হিসেবে দায়িত্বে ছিলেন মাওঃ মোঃ আব্দুস সামাদ আজাদী ও সভাপতি হিসেবে মোঃ রাসেল আহম্মেদ ছিলেন। সে সময় তারা সুপার, দুইজন শিক্ষক, পিয়ন, আয়া ও নাইট গার্ড পদে নিয়োগ দিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর