বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র অস্ত্রসহ গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদিতে সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র শিরহান শরীফ তমাল (৩৫) কে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পাবনা র‍্যাপিড এ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শুক্রবার সকালে পাবনা র‍্যাব-১২ সিপিসি-২ এর কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খাঁন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত তিনটার দিকে ঈশ্বরদীর আলোবাগ মোহাম্মদ বিন সালাম এর বসতবাড়ি থেকে আটককৃত শিরহান শরিফ তমালকে তার ব্যবহৃত প্রাইভেট কার থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ও একটি ম্যাগাজিন, ইয়াবাসহ আটক করে পাবনা র‍্যাব-১২ সিপিসি-২ এর একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃত আসামী শিরহান শরিফ তমালের বিরুদ্ধে অস্ত্র মামলায় মামলা দায়ের করতে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য: গত ৪ আগস্ট পাবনার ঈশ্বরদী থানা এলাকায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যদির বিস্ফোরন ঘটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হামলা চালায়। হামলার ঘটনায় ঘটনাস্থলে মোঃ নজরুল ইসলাম (৪৪), মোঃ রাশেদুল ইসলাম রিপন (৪২)সহ আরো অন্যান্য ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে আহত মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর