পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটো চালক আজমত আলির(৩৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে চাচকিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটেছে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে। এলাকাবাসী জানান ঘটনার দিন সকালে অটো বোরাক থেকে প্লাক খোলার সময় বিদ্যুতের তারে আটকে যায়।
বিদ্যুতের তারে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এবিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান আজমত অটো বোরাকের প্লাক খোলার সময় এই দুর্ঘটনা ঘটে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে আটঘরিয়া থানায় ইউডি মামলা হয়েছে।