বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শহীদদের স্মরণে চাটমোহরে শহীদি মার্চ কর্মসূচি পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ

ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্বরণে পাবনার চাটমোহরে শহিদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে।
ছাত্র গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে চাটমোহর উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি। এ সময় বক্তব্য দেন ফয়সাল কবির, শেখ জাবের আল শিহাব, ওয়াহিদীল সরকার, আরিয়ান ইমরান, সাজেদুর রহমান সেজান, সাব্বির রহমান প্রমূখ।
বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর