শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

করোনায় অতীতের সব রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ৮:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারীতে অনেকটা বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। এরইমধ্যেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মহামারীতে একক দেশ হিসাবে এত সংখ্যক মানুষের আক্রান্তের ঘটনা এটিই প্রথম।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৩২ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮০৪ জনের। সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭৭ হাজার ৩৪৯৮ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ২২ লাখ ৯২ হাজার ৩৯৩ জন। গুরুতর অসুস্থ ১৮ হাজার ২৯৬ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬ টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন আরো ২ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টার হিসেবে দৈনিক মৃত্যুর হারের এই সংখ্যাটি তিন মাসের মধ্যে সব থেকে বেশি। যুক্তরাষ্ট্র সর্বশেষ ২ হাজারের বেশি মৃত্যু দেখেছিল মে মাসের ৮ তারিখে। নতুন মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের অন্যান্য দেশের থেকে সর্বাধিক।

এদিকে, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নতুন শনাক্ত হয়েছে আরও প্রায় ৬০ হাজার মানুষের দেহে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com