মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোররের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কতোয়া বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে পৌর শহরের ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে ২১০টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরন করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসব খাদ্য সহায়তায় রয়েছে চাল,ডাল,আলু,তৈল ও সাবান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট ইউসুফ আলী,শাহাদত হোসেন,শারফুল ইসলাম বুলবুল,সদস্য ইব্রহিম খলিল ফটিক,সাইদুর রহমান সাধু, পৌর বিএনপির ১নং যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা,রুহুল আমিন,মহিদুল ইসলাম,আবদুল্লাহ আল কাফি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম হিরু,ছাত্রদলের নেতা শাহাদত হোসেন মিন্টু সহ অন্যরা।
খাদ্য সহায়তা বিতরণ শেষে বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,চলমান এই করোনা পরিস্থিতি মোকাবেলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দস তালুকদার দুলুর পরামর্শক্রমে সিংড়া উপজেলার প্রতিটি গ্রামের অসহায় মানুষের ঘরে ঘরে এই খাদ্য সহায়তা পযায়ক্রমে পৌছে দেওয়া হবে।