বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল ফেনসিডিলসহ  মো. হেলাল উদ্দিন (৪৮) নামের এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। সোমবার ( ২ সেপ্টেম্বর ) রাত পৌনে ৮ টার সময় উপজেলার ঈশ্বরদী পাবনা মহাসড়কের দেওয়ান দিকশাইল মোড়ের মো. লোকমান হোসেন ডাবলুর মুদী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃতর আসামী হলেন, ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকার মৃত সোবহান ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন। আটকের সময় ৩৭ বোতল ফেনসিডিল, একটি সিমকার্ডসহ মোবাইল ফোন, মাদক বহন কাজে ব‍্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ১০,৩০০ টাকা আসামির কাছ থেকে উদ্ধার করে র‍্যাব। ঘটনা সত্যতা নিশ্চিত করেন, পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। তিনি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর