আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার করতোয়া নদীতে গোসল করতে গিয়ে জীবন হারালো দুই যুবক ৷ ঘটনাটি ঘটেছে উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা বাঁধ এলাকায়। জানা যায়, ৭ আগষ্ট শুক্রবার দুপুরে হাঁসবাড়ী এলাকা হতে ৭ জন বন্ধু ২ কিঃ মিঃ দুরে করতোয়া নদীতে গোসল করতে যায় ৷ গোসলের এক পর্যায়ে নদীর চোরাবালিতে কয়েকজন আটকে গেলে স্থানীয়দের সহযোগীতায় এক পর্যায়ে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদের প্রায় সকলেই পানিতে সাঁতার জানতো না বলে জানা যায়। নিহত দুজন হলেন সিয়াম (২১) ও সাজিব হোসেন (২১)। নিহত সিয়ামের নানা জগন্নাথপুর গ্রামের জয়নাল আবেদীন দুদু পুলিশ। গত ৩ দিন হলো সিয়াম তার বন্ধু সাজিবকে নিয়ে নানার বাড়ীতে বেড়াতে এসেছিলো। তাদের বাড়ী বগুড়া উপশহরে বলে জানা যায়।